মানিকগঞ্জ সিংগাইরে নুরানী গঙ্গা নদী খননের দাবি
মানিকগঞ্জ থেকে শাহিনুর রহমান ও মো. নজরুল ইসলাম
“নদী নালা খাল বিল ভরাট ও দূষণ বন্ধ কর, কৃষিতে প্রাকৃতিক উৎস সুরক্ষা কর, পরিবেশের ভারসাম্য রক্ষা কর” এই ধরনের বিভিন্ন স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের স্থানীয় কৃষক সংগঠন বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটির আয়োজনে ও বেসরকারি সংগঠন বারসিক এর পৃষ্ঠপোষকতায় আজ (১লা ডিসেম্বর) সকালে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত নুরানী গঙ্গা নদী খননের দাবিতে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরাবর বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটির স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন জেলা প্রশাসকের গোপন সহকারী মো.বজলুল রহমান। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রৌকশলী মো মঈন উদ্দিন এর পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন প্রতিষ্ঠানের উচ্চমান সহকারী মো.খলিলুর রহমান। এছাড়াও নুরানী গঙ্গা নদী খননে দাবিতে নদী পারের জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বলধারা ইউনিয়ন কৃষি উন্নয়ন কমিটি সভাপতি মো.আব্দুল লতিফ, সংগঠনের সাধারণ সম্পাদক কৃষক নেতা মো.জসিম উদ্দিন, বলধারা ইউনিয়ন সংরক্ষিত নারী ইউপি সদস্য সেলিনা বেগম, মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি করম আলী মাস্টার, জেলা কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, বারসিক কর্মসূচি কর্মকর্তা মো.শাহিনুর রহমান শাহিন, শারমিন আক্তার ও কৃষক নেতা মোঃ আব্দুল হালিম প্রমুখ।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একসময়ের যৌবন ধারা নদী আজ মৃত্যুর মুখে। কৃষি প্রতিবেশ সংরক্ষণ নদীর সাথে মানুষের গভীর মিতালী। নদী বাঁচলে মানুষ ও প্রকৃতি বাঁচবে। আমরা জানি বর্তমান সরকার নদীবান্ধব। ধলেশ্বরী নদী খনন তার অন্যতম উদাহরণ। আমরা আশা করছি সরকার দ্রুত সময়ের মধ্যে নুরানী গঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।