জীবনের জন্য চাই কৃষিপ্রতিবেশ সুরক্ষা
নেত্রকোনা থেকে মো. আলমগীর
বারসিক’র উদ্যোগে সম্প্রতি হাওরের কৃষিপ্রতিবেশকে টিকিয়ে রাখার জন্য নেত্রকোনা জেলার মদন উপজেলার মাঘান ও মদন ইউনিয়নের কৃষক, স্থানীয় সরকার প্রতিনিধি, যুব সংগঠনের প্রতিনিধি, কৃষক প্রতিনিধি নিয়ে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় হাওরের কৃষক স্বপন সরকার বলেন, “সকল কৃষিই এখন রাসায়নিক নির্ভর, হাওরের মানুষ বীজ রাখেনা, গরু মোটাতাজাকরণ প্রকল্প করছে সমানে, গরুর খাবার কিনে আনছে বাজার থেকে। আমাদের কাছে কৃষকের যেসব বিষয় ছিলো কিছ্ইু নাই।”
স্থানীয় সরকার প্রতিনিধি সালমা আক্তার বলেন, “আমাদের কাছে যেমন রাসায়নিক কৃষি আছে তেমনি আমরা নিজেরাও বীজ রাখি, কম্পোস্ট তৈরি করি, শাকসবজী চাষ করে নিজেদের চাহিদা পূরণ করি। আামাদের নিজেদের চেষ্টায় নিজেদের কৃষি সম্পদগুলো রক্ষা করতে হবে। আমরাই তো সবকিছু ছেড়ে দিয়েছি। আমাদের বীজ কোম্পানির কাছে তুলে দিয়েছি। আবার এগুলো নিজেরা চেষ্টা করে রাখা হবে।”
আলোচনায় কৃষি, কৃষিপ্রতিবেশ, কৃষিপ্রতিবেশবিদ্যা, স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, নিরাপদ কৃষির বিষয়গুলো আলোচনা করা হয়। হাওরে বর্ষাকালে পারিবারিক চর্চার বিষয়গুলো আলোচনায় তুলে আনেন কৃষক সংগঠনের সদস্যরা।