শ্যামনগরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগর থেকে গাজী আল ইমরান
স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও (কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিটের উদ্যোগে উপক‚লীয় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর আমিনিয়া দাখিল মাদ্রাসায় বারসিক’র সহযোগিতায় উপক‚লীয় এলাকার মানুষের শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বারসিক’র লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান এর সার্বিক তত্ত্বাবধানে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুজাহিদুল ইসলাম (সাঈদ) (এমবিবিএস) এর নিবিড় পর্যবেক্ষণে ওই এলাকার নারী, পুরুষ, শিশু, প্রবীণ, প্রতিবন্ধীসহ ৪১ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা বয়োজ্যেষ্ঠ শাহাবুদ্দিন বলেন, ‘বনবাদা করার কারণে আমাদের অধিকাংশের ব্যথার পরিমাণ বেশি।’ চিকিৎসা সেবা সম্বন্ধে ডা মুজাহিদুল ইসলাম বলেন, ‘এলাকার রোগীদের মধ্যে অধিকাংশ বয়ষ্ক এবং তাদের মধ্যে ব্যথার বেশি পরিমাণ দেখা গেছে।’
এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিটের সভাপতি মো. মহসিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদস্য ময়না, হাবিবুর রহমান প্রমুখ।