সরকারি আইনি সহায়তা সবার কাছে পৌছাতে হবে

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার

“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গত ২৮ এপ্রিল পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯। দিবসকে কেন্দ্র করে দিনব্যাপি বিভিন্ন ধরণের কর্মসূচি পালন করা হয়।

56775681_313454516012880_2356778843148124160_n

দিবস উপলক্ষে র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে দিনব্যাপি লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মমতাজ বেগম। এরপর স্টল পরিদর্শন করে বারসিক’র স্টল ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিস সুপার রিফাত রহমান শামীম, জেলা জজ (নারী ও শিশু ট্রাইবুনাল) আলী হোসেন এবং এডিএম মো. মশিউর রহমান খান।

58444154_628573007569218_6070062083842506752_n

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি, স্টল প্রদর্শন ও আলোচনা সভায় বারসিক অংশগ্রহণ করে। মেলায় বারসিকসহ মোট ১০ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

58616579_2161769360527175_5111258575435464704_n

আলোচনায় মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, ‘সরকারি এই আইনি সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।’ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য হিসেবে বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় বলেন, ‘বারসিক সাধারণ মানুষের দ্বাগোড়ায় লিগ্যাল এইড সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে আমরা সিংগাইর, হরিরামপুর ও ঘিওরে সভা করেছি। ইউনিয়ন কমিটি গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করেছি। প্রচারণার জন্য কর্মএলাকয় বিলবোর্ড স্থাপন করেছি। মানুষ এখন বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে। অনেক লোক আসে আমাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য। আমরা লিগ্যাল এইড অফিসে পাঠাই। অনেকে সহযোগিতা পেয়েছে।’

happy wheels 2

Comments